আইফোন ও আইপ্যাডে গুরুতর নিরাপত্তা ত্রুটি আবিষ্কার
Thursday, April 23 2020Reuters
করোনা মহামারীতে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ন প্রায় সকল কাজই চলছে অনলাইনে। আর সেই সুজোগ কাজে লাগিয়ে তান্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হ্যাকারগোষ্ঠী। সম্প্রতি অ্যাপলের তৈরী আইফোন এবং আইপ্যাডের চলতি সংস্করণে নিরাপত্তা ত্রুটির কথা জানিয়েছে মোবাইল গ্রাহকদের সুরক্ষা প্রদানে নিয়োজিত ফরেনসিক কোম্পানী জেকঅপস। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠানটি গত বছর সাইবার হামলার শিকার হয়ে যাওয়া এক গ্রাহকের তথ্য প্রমানের ভিত্তিতে আইফোনে নিরাপত্তা ত্রুটির কথা প্রকাশ করে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর মতে সেই হামলায় অন্তত ৬টি ব্রেক-ইন পয়েন্টের দূর্বলতা কাজে লাগিয়ে এই হামলা চালায় হ্যকাররা। তিনি আরো বলেন, এসব পয়েন্ট কাজে লাগিয়ে বিশ্বজুড়ে প্রায় কয়েক কোটি বিশেষ করে উচ্চ প্রোফাইলধারী গ্রাহকদের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও অ্যাপলের একজন মূখপাত্র আইফোন ও আইপ্যাডের ই-মেইল বার্তা গ্রহন ও প্রদানের জন্য ব্যাবহৃত মেইল অ্যাপ্লিকেশনে ত্রুটির কথা স্বীকার করেন। তবে এই নিরাপত্তা ত্রুটির সমাধান নতুন সংস্করণে খুব শীঘ্রই আসছে বলেও জানিয়েছেন তিনি।
Ad
রয়টার্সের মতে হ্যাকাররা আইওএস অপারেটিং সিস্টেমের দূর্বলতাকে কাজে লাগিয়ে ২০১৮ সাল থেকে খালি ইমেইল বার্তার মাধ্যমে অ্যাপ্লিকেশন ক্র্যাশ বা রিসেট করে আইফোন গ্রাহকের ব্যাক্তিগত তথ্য, ছবি এবং যোগাযোগের নম্বর হাতিয়ে নিয়েছে। এমন স্প্যাম ই-মেইল এর মাধ্যমে গ্রাহকের অজান্তেই অর্থাৎ গ্রাহক পরবর্তিতে ইমেইলটি না খুললেও ফোনের ডেটা চুরি করা সম্ভব বলছে জেকঅপস। একবার ইমেইলটি খোলা হলেই ফোনের পুরোপুরি রিমোট এক্সেস ইমেইল প্রেরক পেয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের বাইরেও জাপান, সৌদি আরব, ইসরায়েল এবং জার্মানীতে অনেক গ্রাহক আইফোন কিংবা আইপ্যাডে এ ধরনের সাইবার হামলার শিকার হয়েছেন। বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে জেকঅপস এর তথ্য প্রমানসহ বিশ্লেষন ভীতিকর এবং যথেষ্ট যৌক্তিক। তবে অ্যাপলের নতুন সংস্করনের সিস্টেম সফটওয়্যার এই ত্রুটি দূর করবে বলে আশাব্যাঞ্জক মন্তব্য করেছেন তারা।