ত্রাণ বিতরণে অনিয়ম বন্ধে প্রযুক্তির স‌হায়তা নেবে সরকার

Monday, April 20 2020
একটি বেসরকারী সংস্থার ত্রান বিতরন কার্যক্রম
The Dailystar


উপজেলা পর্যায়ে নিন্ম আয়ের মানুষদের মাঝে সরকার গৃহীত ত্রাণ বিতরন কার্যক্রমে অনিয়ম এবং দুর্নীতি নিয়ে ব্যাপকভাবে তোলপাড় চলছে সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলমান করোনা পরিস্থিতিতে কয়েকটি উপজেলায় এমন অনিয়ম ধরা পড়ায় বেশ কয়জন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মেম্বারসহ আরো অনেকে আটক হয়েছেন। তাই এবার অনিয়ম, দুর্নীতি ঠেকাতে এবং জবাবদিহিতা নিশ্চিত করে ত্রান প্রদান কার্যক্রম চালু করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ বিতরনে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি, জাতীয় তথ্য সেবা হেল্পলাইন ৩৩৩ ব্যাবহার এবং এ প্রযুক্তির সফটওয়্যার বাস্তবায়নে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান উক্ত বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে ত্রান বিতরনে আধুনিক প্রযুক্তির ডাটাবেজযুক্ত সফটওয়্যার এবং অনিয়ম ঠেকাতে সাহায্য প্রদানকারীর স্মার্টফোনে সাহায্য প্রার্থীর বিশেষ কার্ডের অদ্বিতীয় কোড স্ক্যান করার সিদ্ধান্ত হয়। এছাড়াও সাহায্য প্রার্থীরা জাতীয় তথ্য সেবা হেল্পলাইন ৩৩৩ এর সাহায্য গ্রহন করতে পারবেন। আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি এবং সাহায্য প্রার্থীদের তালিকা ডাটাবেজে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্তে উপনীত হয় সরকারের উভয় মন্ত্রনালয়। উল্লেখ্য, এই প্রযুক্তির বাস্তবায়নে ত্রাণ বিতরণ কার্যক্রমে দ্রুততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
share on