বাজার ধরে রাখতে সাশ্রয়ী ৫জি ফোন নিয়ে আসছে স্যামসাং!

Saturday, April 18 2020
স্যামসাং ৫জি
sammobile


করোনা মহামারীতে বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। বিশ্বব্যাপী চলতে থাকা অনির্দিষ্টকালীন লকডাউনে প্রায় থমকে দাড়িয়েছে স্মার্টফোন বিক্রয়। তবে জমজমাট ব্যাবসায় ফিরে আসতে গ্রাহকদের মাঝে প্রচারনার মাধ্যম হিসেবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বেছে নিয়েছে অনলাইনকেই। স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো তাদের সম্প্রতি নিয়ে আসা নতুন স্মার্টফোন এবং অন্যান্য প্রযুক্তির প্রদর্শন করছে নিজস্ব ওয়েবসাইট কিংবা ফেসবুক, ইউটিউবে। ফোনের বিক্রয় সীমাবদ্ধ থাকছে শুধু অনলাইন পোর্টালেই। তবে করোনা আতঙ্কের মধ্যেও এ বছর বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত বিষয় ৫জি প্রযুক্তি। আর মিড রেঞ্জের সেরা স্মার্টফোন নির্মাতাদের মধ্যে স্যামসাং শুরু করছে কম দামে সাধ্যের মধ্যে ৫জি প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন গ্রাহকদের হাতে তুলে দেবার প্রচেষ্টা।

কোরিয়ান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির মতে আগামী ১১ মাসের মধ্যে ৫জি প্রযুক্তি সম্বলিত স্মার্টফোনের দাম ৬২% কমে যাবে। করোনার প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে চলতে থাকা মন্দা এবং ৫জি প্রযুক্তির চড়া দামের কারনেই এমনটা হতে যাচ্ছে বলে জানিয়েছে স্যামসাং। উল্লখ্য, তথ্যসূত্র বলছে শুধু ফেব্রুয়ারি একটি মাসেই স্মার্টফোনের বিক্রয় কমে গেছে ৩৮%। আর ২০২০ সালের প্রথম তিন মাসেই বাতিল হয়েছে ১৩% স্মার্টফোনের চালান। ধারনা করা হচ্ছে, বড় প্রতিষ্ঠানগুলোর জন্য এ ক্ষতি তেমন কিছু না হলেও খুব শীঘ্রই ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারে স্মার্টফোন ব্যাবসা।
share on