দুর্যোগের বছরে এলো সাশ্রয়ী আইফোন
Thursday, April 16 2020Apple
যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইনকর্পোরেশন নিয়ে এসেছে তাদের সাশ্রয়ী স্মার্টফোন আইফোন এসই। গতকালই সর্বপ্রথম মাত্র ৩৯৯ ডলারে অ্যাপল আইফোন এসই বাজারে নিয়ে আসার কথা জানায় প্রতিষ্ঠানটি। অ্যাপলের তৈরি স্মার্টফোনের মধ্যে রেকর্ড সর্বনিন্ম দাম এটিই। উল্লেখ্য, আইফোন ৮ সাম্প্রতিক সময়ে অ্যাপলের তৈরি সবচেয়ে কম মূল্যের স্মার্টফোন ছিলো, আর আইফোন এসই তার চেয়েও ৫০ ডলার কমে পাওয়া যাবে। আগামীকাল থেকেই অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে আইফোন এসই মডেলটি অর্ডার করা যাবে। তবে করোনার কারনে স্বল্প পরিসরে কুরিয়ার সার্ভিস চালু থাকায় অর্ডার করে গ্রাহকদের ফোনটি হাতে পেতে সময় লাগবে আরো এক সপ্তাহ।
Ad
Apple
করোনাভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে বাজেট সচেতন গ্রাহকদের জন্যই এই ফোনটি বলছে অ্যাপল। বাজেট সচেতন হলেও আইফোন এসই তে থাকছে আইফোন ১১ প্রোতে ব্যাবহার হওয়া অ্যাপলের সবচেয়ে শক্তিশালী এ১৩ প্রসেসর। এছাড়াও এই স্মার্টফোনটিতে থাকছে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে পর্দা, ফিঙ্গারপ্রিন্ট, ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি এবং উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা। তবে অ্যাপলের সাম্প্রতিক সময়ে বাজারে আসা স্মার্টফোনগুলোর মত ফেসিয়াল রিকগনেশন সিস্টেম এবং ৫জি প্রযুক্তি থাকছেনা এই স্মার্টফোনে। কালো, সাদা এবং লাল এই তিনটি বর্নে বাজারে আসা আইফোন এসই শীঘ্রই পুরো বিশ্বের বাজার মাতাবে এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। অ্যাপলের সাশ্রয়ী এই এসই মডেলটি বাজারে আসায় অ্যাপলের অন্যান্য সেবাতেও নতুন গ্রাহকের সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।