কর্মীদের জন্য করোনা টেস্ট ল্যাব বানাচ্ছে অ্যামাজন

Friday, April 10 2020
অ্যামাজন টেস্ট ল্যাব
bbc


যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন সম্প্রতি করোনা ভাইরাস সনাক্তকরণে নিজস্ব টেস্ট ল্যাব বানানোর ঘোষনা দিয়েছে। যুক্তরাষ্ট্রে অ্যামাজন কর্মীরা ৫০টির ও বেশী পণ্য মজুত এবং সরবরাহ কেন্দ্রে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতেই নিজস্ব কর্মীদের সহজে, বিনামূল্যে এবং দ্রুততর সময়ে করোনা সণাক্তকরণে এমন উদ্যেগ নিয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানীটি বলছে তাদের করোনাভাইরাসের পরীক্ষার সক্ষমতা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে।

অ্যামাজন
amazon


সম্প্রতি করোনা প্রতিকূলতায় অ্যামাজনের প্রস্তুতি এবং করনীয় নিয়ে কর্মীরা অসন্তোষ প্রকাশ করেন। এ নিয়ে নিউ ইয়োর্কের একটি পণ্য মজুত কেন্দ্রে বিক্ষোভও প্রকাশ করে অ্যামাজন কর্মীরা। এ বিক্ষোভে নেতৃত্ব দেওয়া একজন কর্মীকে বহিষ্কার করে বিশ্বব্যাপী সমালোচনার মুখেও পড়তে হয়েছে অ্যামাজনকে। তারপরই করোনা টেস্ট ল্যাব স্থাপনের পরিকল্পনা গ্রহণ এবং কর্মীদের প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহের সিদ্ধ্বান্ত নেয় পৃথিবীব্যাপী পণ্য পৌছে দেওয়া প্রতিষ্ঠান অ্যামাজন। এ ব্যাপারে অ্যামাজনের শীর্ষ একজন কর্মকর্তা বলেন, “এখন আমাদের পরিসর ছোট হলেও শীঘ্রই নিজস্ব ল্যাবে সকল অ্যামাজন কর্মীর করোনা টেস্ট করা হবে। “
share on