জীবন রক্ষাকারী ভেন্টিলেটর নির্মাণে এগিয়ে এলো ফক্সকন
Wednesday, April 08 2020Reuters
তাইওয়ান ভিত্তিক প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন (হন হাই প্রিসিশান ইন্ডাস্ট্রি কোম্পানী লিমিটেড) এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিক যৌথভাবে তৈরি করছে ভেন্টিলেটর। ফক্সকনের প্রতিষ্ঠাতা টেরি সম্প্রতি এক বার্তায় ভেন্টিলেটর এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতে মেডট্রনিকের সাথে যৌথভাবে কাজ শুরু করার কথা জানান। খুব দ্রুতই এসব সরঞ্জাম মানুষের কল্যানে কাজে আসবে বলেও জানান তিনি।
Ad
উল্লেখ্য, করোনা সংক্রমনে এখন পর্যন্ত পৃথিবীজুড়ে আক্রান্ত ১৪ লক্ষ মানুষ। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ মানুষের। আক্রান্ত এসব রোগীর বেশীরভাগই তীব্র শ্বাসকষ্টে ভুগছেন। এসব শ্বাসকষ্ট রোগীদের বাঁচাতে প্রয়োজন কৃত্রিম শ্বাস যন্ত্র বা ভেন্টিলেটর। অতিরিক্ত রোগীর চাপে যুক্তরাষ্ট্রসহ প্রায় প্রতিটি দেশই এই মুহুর্তে তীব্র ভেন্টিলেটর সংকটে পড়ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আরো বেশকিছু প্রতিষ্ঠান করোনা মোকাবেলায় সম্প্রতি ভেন্টিলেটর প্রস্তুতের উদ্যেগের কথা জানিয়েছে। গত সপ্তাহে ফোর্ড এবং জেনারেল ইলেক্ট্রনিক্স যৌথভাবে স্বল্পসময়ে ৫০ হাজার ভেন্টিলেটর প্রস্তুতের ঘোষনা দেয়।