না, করোনার কারণ ফাইভজি নয়
Monday, April 06 2020bbc
৫জি প্রযুক্তির সাহায্যে করোনাভাইরাস সংক্রমিত হচ্ছে কিংবা ৫জি প্রযুক্তি মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে - এমন রটনা সোশ্যাল মিডিয়ায় নেহায়েৎ কম নয়। প্রায় এমনই উদ্ভট কিছু বার্তার জের ধরে যুক্তরাজ্যের বার্মিংহামসহ বেশ কিছু স্থানে অনেক গ্রাহকই পুড়িয়ে ফেলছেন তাদের ৫জি সম্বলিত স্মার্টফোন। এমনকি সার্ভিস ইকুইপমেন্ট ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কাও করছে যুক্তরাজ্যে ৫জি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এদিকে বিজ্ঞানীরা ৫জি প্রযুক্তির সাথে করোনার সম্পর্ককে খুবই নেতিবাচক এবং অযৌক্তিক বলেছেন।
Ad
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং এর সেলুলার মাইক্রোবায়োলোজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইমন ক্লার্ক এর মতে এ ধরনের মন্তব্য খুবই বাজে। তিনি আরো বলেন,”৫জি প্রযুক্তি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এমন ধারণা নুন্যতম যাচাইযোগ্যও নয়”।উল্লেক্ষ্য, মানুষ থেকে মানুষের দেহে ছড়ানো করোনাভাইরাস নিয়ে অযথা মিথ্যা তথ্য কিংবা গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি না করাটাই এই বিপর্যয়ের সময়ে সবার নিকট কাম্য।