স্মার্টফোনের দাম বাড়ছে ভারতে
Wednesday, April 01 2020gsmarena
ভারতে শাওমি,অ্যাপলসহ প্রায় সকল স্মার্টফোনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আর এই মূল্য বৃদ্ধির কারন হচ্ছে পণ্য এবং সেবার উপর ভারত সরকারের আরোপিত অতিরিক্ত ৬% ট্যাক্স। এযাবৎকাল পর্যন্ত এই ট্যাক্স ১২% থাকলেও তা বাড়িয়ে ১৮% করে ধার্য করা হয় এবং ১লা এপ্রিল থেকে তা কার্যকরের সিদ্ধান্ত হয়।
ভারতের তুলনায় বাংলাদেশে একটি স্মার্টফোনের দাম প্রায় ৫-১০ শতাংশ বেশী ছিলো এতোদিন। তবে এবার ভারত সরকারের নতুন করে এই সার্ভিস ট্যাক্স বাড়ানোর ফলে এই বৈষম্য অনেকটাই দূর হবে। সকারের এমন সিদ্ধান্তে ভারতের জন্য স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সমূহ নতুন করে মূল্য নির্ধারণ করেছে। শাওমির এক প্রেস বার্তায় বলা হয়,”দাম না বাড়িয়ে কোনো উপায় নেই, আমরা ৫% এর নীচের মার্জিন বেনিফিটে ব্যাবসা করছি, এই দাম এই মুহূর্ত থেকেই কার্যকর হবে।” অন্যদিকে অপ্পো ইতোমধ্যে সকল খুচরা বিক্রেতার নিকট নতুন নির্ধারিত মূল্য তালিকা পৌছে দিয়েছে। নতুন আরোপিত এই ট্যাক্সের ফলে মডেলভেদে সব স্মার্টফোনের মূল্যই ১৫০০-৫০০০ রুপি পর্যন্ত বাড়তে পারে। অ্যাপল তাদের সকল পণ্যেই ৫% হারে মূল্য বৃদ্ধি করেছে ভারতে। উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে আরোপিত লকডাউনে ভারতে বন্ধ রয়েছে সকল স্মার্টফোন বিক্রয়।
Ad