করোনা সংক্রমণ বিষয়ক অ্যাপ নিয়ে এলো অ্যাপল
Saturday, March 28 2020Reuters
হোয়াইট হাউজের সাথে যৌথ উদ্যেগে অ্যাপল ইনকর্পোরেশন গ্রাহকদের জন্য তৈরি করেছে কোভিড-১৯ অ্যাপ।
করোনাভাইরাসে পৃথিবীজুড়ে দিশেহারা জনগণের নিকট পরামর্শ ও করণীয় পৌছে দিতেই এই অ্যাপ্লিকেশন তৈরি করেছে অ্যাপল। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে সরকারের রোগতত্ত্ব গবেষণা এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান সমূহের সাথে খুব সহজেই যোগাযোগ করে সাহায্য নিতে পারবেন আক্রান্তরা। অ্যাপল বলছে এই অ্যাপটি গ্রাহকদের সচরাচর জিজ্ঞাসাকৃত প্রশ্নের উত্তর দিবে এবং সেই সাথে করোনা মোকাবেলায় যথাযথ পরামর্শ দেবে।
Ad
এছাড়াও যেকোনো ডিভাইস ব্যাবহার করে এই সেবা গ্রহন করার জন্যে একটি ওয়েবসাইট চালু করেছে অ্যাপল। www.apple.com/covid19 এই ওয়েব সার্ভিস থেকে জেনে নিতে পারবেন করোনা সংক্রমণ ঠেকাতে করোনীয়, যাবতীয় পরামর্শ ও চিকিৎসা সেবা। উল্লেখ্য, আমেরিকান এই প্রযুক্তি নির্মান প্রতিষ্ঠানটি করোনা সংক্রমণ দেখা দেবার পর যুক্তরাষ্ট্রের স্ব্যাস্থ্য সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহকে ১ কোটি প্রটেক্টিভ মাস্ক সরবরাহ করেছে। এবার জনসেবায় তারা হাজির হয়েছে “কোভিড-১৯” অ্যাপ নিয়ে।