দেশে সক্রিয় মোবাইল ফোন ব্যাবহারকারীর সংখ্যা ১৬ কোটিঃ বিটিআরসি
Wednesday, March 25 2020observerbd
বাংলাদেশে খুব দ্রুতই বেড়ে চলছে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা। দেশে বর্তমানে সক্রিয় মোবাইল অপারেটর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে চারটি। এর মধ্যে বেসরকারী মোবাইল অপারেটর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্রামীন ফোন, রবি এবং বাংলালিংক। আর একমাত্র রাষ্ট্রয়ত্ত্ব মোবাইল অপারেটর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে টেলিটক। এই অপারেটর সমূহে সক্রিয় রয়েছেন প্রায় ১৬ কোটি গ্রাহক।
Ad
বায়োমেট্রিক নিবন্ধিত গ্রাহকদের সেবা গ্রহণের তথ্যের ভিত্তিতে মোবাইল অপারেটরগুলোর গ্রাহক সংখ্যা নির্ণয় করা হয়। রাষ্ট্রয়ত্ত্ব নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন) অপারেটর সমূহের গ্রাহকদের ভয়েস, মোবাইল ডাটা এবং এসএমএস ব্যবহারকে প্রাধান্য দিয়ে এই সংখ্যা নিরুপণ করেছে। গত তিন মাসে যেসব ব্যাবহারকারী তাদের বায়োমেট্রিক নিবন্ধিত সিমের মাধ্যমে উপরোক্ত সেবাসমূহের যেকোনো একটি, অন্তত একবার ব্যাবহার করেছেন তিনি এই জরিপের অংশ হয়েছেন।
ফেব্রুয়ারি ২০২০ সালে মোবাইল ফোন ব্যাবহারকারীর সংখ্যা নিয়ে বিটিআরসির রিপোর্টটি এখানে সংক্ষেপে তুলে ধরা হলঃ
গ্রামীন ফোনঃ ৭ কোটি ৫৮ লাখ ৬০ হাজার গ্রাহক
রবিঃ ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার গ্রাহক
বাংলালিংকঃ ৩ কোটি ৫৭ লাখ ৭০ হাজার গ্রাহক
টেলিটকঃ ৪৮ লাখ ৭৩ হাজার গ্রাহক
সর্বমোট গ্রাহকঃ ১৬ কোটি ৬১ লাখ ১৪ হাজার
Ad