ভিডিও সম্প্রচারের মান হ্রাস করছে ইউটিউব, ফেসবুক
Tuesday, March 24 2020Reuters
করোনা ভাইরাসের প্রভাবে ইউরোপের বেশির ভাগ মানুষ ঘরে বসে অফিসের কাজ চালিয়ে যাচ্ছেন। যার একটি প্রভাব পরছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর। তাই অব্যাহত সেবা বজায় রাখতে ইউরোপে ফেসবুক ও ইন্সটাগ্রামের ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমিয়ে দেওয়া হচ্ছে।
Ad
এ সপ্তাহের শুরুতে নেটফ্লিক্স, ইউটিউব, অ্যামাজন ও ডিজনী তাদের ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমিয়ে দেয়ার কথা জানায়।
ইইউ শিল্প প্রধান থেরী ব্রেটন বলেন স্বাস্থ্য সেবা ও দূরশিক্ষণের কাজে ব্যান্ডউইডথ ব্যবহার উন্মুক্ত করে দেওয়া উচিত। যদিও ইউরোপের টেলিকম কোম্পানিগুলো দাবি করছে তাদের নেটওয়ার্ক এই বর্ধিত নেটওয়ার্ক ট্রাফিকের সাথে খাপ খাইয়ে আরো বেশি মানুষকে ঘরে বসে কাজ চালিয়ে নেওয়ার মত সেবা দিতে সক্ষম। কোম্পানি সংশ্লিষ্ট একজন জানিয়েছেন যতদিন পর্যন্ত প্রয়োজন হবে তারা এই বর্ধিত সেবা চালিয়ে নিতে তৈরী।
নেটফ্লিক্স ও ইউটিউব জানিয়েছে তারা পরবর্তী ৩০ দিনের জন্য ভিডিও কোয়ালিটি কমিয়ে দিবে। তবে ডিজনী জানিয়েছে তারা ইউরোপে তাদের ব্যান্ডউইথড ব্যবহার ২৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে। স্ট্রিমিং ভিডিও কোয়ালিটি কমিয়ে দিলে তা ব্যান্ডউইথড ট্রাফিক দুই তৃতীয়াংশ পর্যন্ত কমিয়ে আনবে।
Ad