মহামারী ঠেকাতে পাকিস্তানে নাম পরিবর্তন টেলিনরের!

Saturday, March 21 2020
টেলিনরের ‘ঘরে-থাকো’ বার্তা
twitter


দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানী গ্রামীনফোনের স্বত্তাধিকারী টেলিনর করোনা পরিস্থিতি মোকাবেলায় গ্রহণ করেছে নানাবিধ কর্মসূচি। নরওয়ের এই আন্তর্জাতিক কোম্পানীটি বিভিন্ন দেশে তাদের পরিচালিত মোবাইল অপারেটর ক্যারিয়ার এর নাম (টেলিনর, গ্রামীনফোন ইত্যাদি) এর পরিবর্তে ‘ঘরে-থাকো’ বার্তা ব্যাবহার করছে। করোনা ভাইরাস(কভিড-১৯) ছড়িয়ে পড়া বন্ধ করতে ব্যাবহারকারীদের নিজেদের আবাসস্থলে থাকার অনুরোধই টেলিনরের এই বার্তার উদ্দেশ্য।

সম্প্রতি পাকিস্তানি সাংবাদিক, ফাইজান লাখানি এর টুইটে ব্যাপারটি জনসম্মুখে আসে। জননিরাপত্তামূলক এই বার্তায় বিশ্বজুড়ে প্রশংসা চলছে টেলিনরের। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ হওয়া রোধ করতে দেশের সবগুলো মোবাইল অপারেটরে ভয়েস ওভার সার্ভিস, এসএমএস ও বিশেষ হটলাইন সেবার মাধ্যমে গ্রাহকদের করোনা সতর্কবার্তা জানিয়ে দিচ্ছে।
share on