ফ্রান্সে অ্যাপলকে বিলিয়ন ডলার জরিমানা

Tuesday, March 17 2020
ইউরোপে অ্যাপল স্টোর
investing.com


পাইকারী ও খুচরা পর্যায়ে দামের অসামঞ্জস্যতার জন্য গত সোমবার ফ্রান্সের একটি বাজার পর্যবেক্ষণকারী সংস্থা আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপলকে ১.১ বিলিয়ন ইউরো (১.২৩ বিলিয়ন ডলার) জরিমানা করেছে। (সূত্র – রয়টার্স)
ফ্রান্সের অ্যান্টি ট্রাস্ট সংস্থা তাদের এ যাবৎকালের সর্বোচ্চ এই জরিমানা এমন সময়ে ধার্য্য করলো যখন মার্কিন এই প্রতিষ্ঠানটি কর দেওয়া ও গ্রাহকদের সুরক্ষা বিষয়ে বাজারে একটি ভালো অবস্থানে রয়েছে।

এদিকে অ্যাপল বলছে তারা এর বিরুদ্ধে আপিল করবে, কারণ এই রায় ফ্রান্সের আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ। এর জবাবে অ্যান্টি ট্রাস্ট সংস্থা জানায়, অ্যাপল তাদের পাইকারী বিক্রেতাদের এমনভাবে দাম নির্ধারণ করে দেয় যা তাদের ক্যালিফোর্নিয়ার ফার্ম বা ইন্টারনেটের সাথে সামঞ্জস্যপূর্ণ।

দুটি পাইকারী বিক্রেতা টেক ডাটা ও ইনগ্রাম মাইক্রোকে যথাক্রমে ৭৬ মিলিয়ন ও ৬৩ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়। এ বিষয়ে কোন কোম্পানি এখন পর্যন্ত কোন মন্তব্য জানায় নি। আপিল করার বিষয়ে বক্তব্য প্রদানে অ্যাপল জানায়, “ফ্রান্সের কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত বেদনাদায়ক।“
share on