মাইক্রোসফট থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

Saturday, March 14 2020
মাইক্রোসফটের কার্যনির্বাহী বোর্ডের চেয়ারম্যান: বিল গেটস
Reuters


জনপ্রিয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশনের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি মাইক্রোসফট থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। বিল গেটস এবং তার সহধর্মিনী মেলিন্ডা গেটস এর উদ্যেগে তৈরি বিশ্বের সবচেয়ে বড় দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউণ্ডেশনের হয়ে দারিদ্র্য বিমোচন, বিশ্বস্বাস্থ্য ও শিক্ষাক্ষত্রের উন্নয়নে সম্পূর্নরুপে মনোনিবেশ করতেই তার এই সিদ্ধান্ত।

গতকাল মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে বলেন, “বিলের সাথে বছরের পর বছর কাজ করা এবং শিখতে পারা সম্মান এবং গৌরবের”। উল্লেখ্য, ২০০৮-২০১৪ দীর্ঘ ৬ বছর ধরে মাইক্রোসফটের কার্যনির্বাহী বোর্ডের চেয়ারম্যান ছিলেন উইলিয়াম হেনরি গেটস, যিনি বিল গেটস নামেই পরিচিত। তারপর থেকে এখন পর্যন্ত তিনি মাইক্রোসফটের বোর্ড সদস্য হিসেবে যুক্ত ছিলেন।

বিলের প্রস্থানে মাইক্রোসফটের বোর্ড সদস্য এখন ১২ জন। রয়টার্সের মতে, ওয়ারেন বাফেটের বার্কশায়ার হাথাওয়ে ইনকর্পোরেশনের বোর্ড সদস্যপদ থেকেও বিদায় নিচ্ছেন বিশ্বের অন্যতম ধনী ব্যাক্তি এবং সফল উদ্যোক্তা বিল গেটস।
share on