ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করলো রেডমি
Tuesday, March 10 2020 এতদিন শুধুমাত্র ওএলইডি স্ক্রিণের স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া গেলেও, এবার সাশ্রয়ী এলসিডি স্ক্রিণের স্মার্টফোনের জন্যেও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে এসেছে রেডমি। আর তা সম্ভব হয়েছে বায়োমেট্রিক অথেনটিকেশন কোম্পানী গুডিক্স এর সহযোগিতায়।android authority
রেডমির মহাব্যবস্থাপক লু ওয়েবিং সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি এলসিডি স্মার্টফোনে কিভাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে তা ব্যাখ্যা করেন। এলসিডি ডিসপ্লেতে উচ্চ সংবেদনশীল ফিল্ম এবং ইনফ্রারেড রশ্মি ব্যাবহার করে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির সহজ সমাধান তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইনফ্রারেড রশ্মির মাধ্যমে তৈরি এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওএলইডি স্ক্রিণের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর মতই গতিময় ও নির্ভূল হবে। নতুন এই প্রযুক্তির স্মার্টফোন এবছরেই যেকোন সময় বাজারে আসবে বলে ধারণা করে হচ্ছে।
Ad