ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করলো রেডমি

Tuesday, March 10 2020 এতদিন শুধুমাত্র ওএলইডি স্ক্রিণের স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া গেলেও, এবার সাশ্রয়ী এলসিডি স্ক্রিণের স্মার্টফোনের জন্যেও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে এসেছে রেডমি। আর তা সম্ভব হয়েছে বায়োমেট্রিক অথেনটিকেশন কোম্পানী গুডিক্স এর সহযোগিতায়।

এলসিডি স্ক্রিণে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
android authority

রেডমির মহাব্যবস্থাপক লু ওয়েবিং সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি এলসিডি স্মার্টফোনে কিভাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে তা ব্যাখ্যা করেন। এলসিডি ডিসপ্লেতে উচ্চ সংবেদনশীল ফিল্ম এবং ইনফ্রারেড রশ্মি ব্যাবহার করে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির সহজ সমাধান তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইনফ্রারেড রশ্মির মাধ্যমে তৈরি এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওএলইডি স্ক্রিণের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর মতই গতিময় ও নির্ভূল হবে। নতুন এই প্রযুক্তির স্মার্টফোন এবছরেই যেকোন সময় বাজারে আসবে বলে ধারণা করে হচ্ছে।
share on