স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোন: গ্যালাক্সি জেড ফ্লিপ

Wednesday, February 12 2020
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ
cnet


গতকাল স্যামসাং তাদের নতুন ফোল্ডেবল ফোন গ্যালাক্সি জেড ফ্লিপ অবমুক্ত করেছে। ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৮০ মার্কিন ডলার। ফোনটিতে একই সাথে নমনীয় ও দৃঢ় পর্দা রয়েছে। সম্প্রতি বাজারে আসা মটোরোলার ফোল্ডেবল ফোন রেজরের তুলনায় এর মূল্য কিছুটা কম, সাথে থাকছে সামনে দুইটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা ও ভেতরে একটি ১০ মেগাপিক্সেল ক্যামেরা। যেখানে মটোরোলার রেজরে রয়েছে শুধুমাত্র একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে মিরর পার্পল, মিরর ব্ল্যাক ও নির্দিষ্ট কিছু দেশে মিরর গোল্ড কালারে বাজারে পাওয়া যাবে এই হ্যান্ডসেট।

গ্লাস প্যানেলের এই মোবাইলটি গ্রাহকদের কেমন সন্তুষ্ট করতে পারবে তা এখনি বলা যাচ্ছে না, তবে বিশ্লেষকরা বলছেন ফোল্ডেবল প্রযুক্তিতে এটি একটি নতুন সংযোজন। জেড ফ্লিপের বিশেষত্ব হচ্ছে এটি ভাঁজ করা অবস্থায় বিভিন্ন কোণে স্বতস্ফুর্তভাবে অবস্থান করতে পারে। স্যামসাং জানিয়েছে এটি ২ লক্ষবারেরও অধিক সময় কোনো ক্ষতি ছাড়াই ফ্লিপ করা যাবে। ধুলোবালি, পানি বা অন্যান্য ক্ষতিকর পদার্থ থেকে এর ভাঁজ করা অংশটিকে সুরক্ষা দিতে স্যামসাং এক ধরণের তন্তু ব্যবহার করেছে যা এর ভাঁজে কোনো ময়লা জমতে দিবে না।

এখন দেখার বিষয় হচ্ছে এটি প্রযুক্তিপ্রেমীদের হাতে কেমন সাড়া ফেলে।
share on