ফিটবিট অধিগ্রহণ নিয়ে তদন্তের মুখোমুখি গুগল
Wednesday, December 11 2019Reuters
পরিধেয় প্রযুক্তি পণ্যের নির্মাতা 'ফিটবিট' অধিগ্রহণের ঘোষণা দেয় গুগল কিছুদিন পূর্বে। আইডিসি-র পরিসংখ্যান অনুসারে সারা বিশ্বে প্রায় তিন কোটি গ্রাহকের কাছে পরিধেয় প্রযুক্তির ১০ কোটি ডিভাইস সরবরাহ করেছে ফিটবিট। হার্টবিট, রক্তচাপ, ক্যালরি খরচের পরিমাণ - এসব কিছুর পরিমাপ করে ফিটবিটের এ ডিভাইসগুলো।
Ad
বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে রয়টার্স বলছে, বাজারে প্রতিযোগিতা ধ্বংসের সন্দেহ থেকেই গুগলের ফিটবিট কিনে নেওয়ার চুক্তি বিষয়ে তদন্ত করবে যুক্তরাষ্ট্র। ফিটবিটের প্রতিদ্বন্দ্বী সিটিজেন এবং অন্যান্য প্রতিষ্ঠানের দাবি এই ট্র্যাকারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের গুরুত্বপূর্ন তথ্য হাতিয়ে নিতে পারবে গুগল। উল্লেখ্য,ফেসবুক, গুগল, অ্যামাজন এবং অ্যাপল এধরনের ইস্যুতে ইতিপূর্বে যুক্তরাষ্ট্র সরকারের তদন্তের সম্মুখীন হয়েছিলো।