ডিসপ্লেতে লুকানো ক্যামেরা বিশিষ্ট ফোন নিয়ে হাজির অপো!

Wednesday, December 11 2019
অপ্পো আন্ডার-ডিসপ্লে ক্যামেরা ফোন
forbes


চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো তাদের প্রথম আন্ডার-ডিসপ্লে ক্যামেরা বা অদৃশ্য সেলফি ক্যামেরাযুক্ত ফোন শীঘ্রই বাজারে নিয়ে আসার ঘোষনা দেয়। গতকাল চীনের বানিজ্য নগরী শেনজেনে এক জমকাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ ধরনের আধুনিক বেজেল লেস প্রযুক্তির ডিসপ্লে, ৫জি প্রযুক্তি, অগমেন্টেড রিয়েলিটি চশমা এবং স্মার্ট ওয়াচ নিয়ে খোলাসা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অপ্পো ফোন
forbes


আধুনিক আন্ডার ডিসপ্লে নচবিহীন সেলফি ক্যামেরা ব্যাবহারের প্রধান সুবিধা হচ্ছে এসব ফোনের পুরো ডিসপ্লে ব্যবহারযোগ্য হয়। স্ক্রিণের নীচে লুকায়িত এই ক্যামেরা শুধুমাত্র হ্যান্ডসেটের সামনের ক্যামেরা ফাংশন চালু করলেই দেখা যাবে। তবে এক্ষেত্রে ডিসপ্লের নীচে ক্যামেরা থাকায় ক্যামেরার ইমেজ কোয়ালিটি কিছুটা কমে যাবার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। আর মাত্র কদিন পরে ২০২০ সালেই অপ্পোর হ্যান্ডসেটে দেখতে পাওয়া যাবে এই প্রযুক্তির ব্যাবহার।

share on