দক্ষিন কোরিয়ায় তিন স্যামসাং কর্মকর্তা আটক!
Tuesday, December 10 2019Reuters
অর্থ জালিয়াতির তদন্তে অসহযোগিতা এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পুড়িয়ে কারখানার মেঝেতে ফেলে দেওয়ার অভিযোগে স্যামসাং এর অভিযুক্ত ৩ জন কর্মকর্তাকে জেলে পাঠিয়েছে কোরিয়ার একটি আদালত। স্যামসাং এর আয়ের হিসাবে গড়মিল পাওয়ার পর তদন্তে নেমে পড়ে কোরিয়ান সরকার। এরপরই স্যামসাং এর বায়ো-টেক নামক একটি ফ্লোরে পাওয়া গেলো কম্পিউটার এর পোড়ানো ধ্বংসাবশেষ। আর এ থেকেই সন্দেহ আরো জোড়ালো হয়। অধিকতর তদন্তে ধরা পড়ে অর্থ জালিয়াতি এবং ঘুষ প্রদানের সাথে স্যামসাং এর উচ্চ পদস্থ তিন কর্মকর্তার সংশ্লিষ্টতা।
Ad
সোমবার দক্ষিন কোরিয়ার এক আদালতে বিচারক স্যামসাংকে কোরিয়ান মানুষের বিশ্বাসের প্রতীক বলে উল্লেখ করে ২ বছরের কারাদন্ড দেন আটক ৩ কর্মকর্তাকে।