কুরিয়ার সার্ভিস ব্যাবসায় উবার?

Thursday, December 05 2019
দারা খোসরোশাহী - প্রধান নির্বাহী কর্মকর্তা, উবার
Reuters


রাইড শেয়ারিং সার্ভিস হিসাবে পরিচিতি পেলেও উবারের অভিনব সব সেবা নজর কেড়েছে গ্রাহকদের। রাইড শেয়ারিং এর পাশাপাশি ফুড সাপ্লাই, ট্যাক্সি, স্কুটার, ট্রানজিট, বাইক, বিজনেস রাইড, শিপিং, হেলথসহ অন্যান্য সেবাসমূহ যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। আর তাই এবার কোম্পানিটি সিদ্ধান্ত নিয়েছে পণ্য পরিবহন সংস্থা হিসাবে উবারের ব্যাবসা প্রতিষ্ঠা করতে।

গতকাল ইকোনোমিক ক্লাব অব নিউ ইয়র্কের আয়োজনে এক সভায় উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহী তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি নিউ ইয়র্কের প্রতিটি খুচরা বিক্রেতার নিকট উবারের সেবা পোছে দেওয়ার অঙ্গীকার করেন। মাত্র ৩০ মিনিটের মধ্যে নিউ ইয়র্ক শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌছে যাবে গ্রাহকের অর্ডারকৃত পণ্য। উবার ইটস এর আদলেই গড়ে তোলা হবে উবার কুরিয়ার সার্ভিসকে।
share on