৮কে ভিডিও রেকর্ডিং করবে স্যামসাং গ্যালাক্সী এস১১!

Thursday, December 05 2019
স্যামসাং গ্যালাক্সী এস১১
sam mobile


কোরিয়ান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তৈরি করছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সী এস ১১। আগেই ধারণা করা হয়েছিলো এই স্মার্টফোনটি হবে স্যামসাং এর সবচেয়ে আধুনিক সুবিধা সম্বলিত হ্যান্ডসেট। আর এই ধারণাকে সত্যি করেই স্যামসাং বাজারে নিয়ে আসছে এখন পর্যন্ত একমাত্র হ্যান্ডসেট যাতে ৮কে ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে।

ব্যবহারকারীরা যখন স্মার্টফোনে ৪কে ভিডিও করা নিয়ে ব্যাস্ত ঠিক তখনই এমন একটি খবর জানালো স্যামসাং। তাদের অবমুক্তির অপেক্ষায় থাকা স্যামসাং গ্যালাক্সী এস ১১ হ্যান্ডসেটটি দিয়েই ৮কে ভিডিওর যুগে প্রবেশ করবে স্যামসাং। এক্সাইনস ৯৯০ প্রসেসর ব্যাবহার করা হচ্ছে উচ্চমানের ৩০ ফ্রেম/সেকেন্ডে ৮কে ভিডিও রেকর্ডিং করতে পারা এই হ্যান্ডসেটে।

অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ৫ এক্স জুম অপশন, ১০৮ মেগাপিক্সেলের ৮কে ভিডিও রেকর্ডিং ক্যামেরাসহ আরো অনেক আধুনিক সুবিধা নিয়ে মাত্র ২ মাসের মধ্যেই বাজারে আসতে শুরু করবে স্যামসাং গ্যালাক্সী এস১১। স্যামসাং এস সিরিজের স্মার্টফোন ব্যাবহারকারীদের জন্যে নিঃসন্দেহে প্রথম পছন্দের হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সী এস১১।
share on