অ্যামোলেড ডিসপ্লেতে স্যামসাংই সেরা!

Thursday, November 28 2019
স্যামসাং অ্যামোলড ডিসপ্লে
india today


স্মার্টফোন নির্মানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিসপ্লের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে স্যামসাং। ২০১৯ সালের শেষোর্ধে অনলাইন সংস্থা গিজমো চায়না বলছে সর্বমোট ২৯% ডিসপ্লের জোগান দিচ্ছে স্যামসাং। যা সংখ্যার হিসাবে ১৪৬ মিলিয়ন অ্যামোলেড ডিসপ্লে প্যানেল।

এবছরই মোবাইল ফোনে এলসিডি পর্দার পরিবর্তে অ্যামোলেড পর্দা বেশ ভালোভাবেই প্রচলন পাচ্ছে। স্যামসাং ছাড়াও অ্যাপল, হুয়াওয়ে এবং শাওমির মত বড় স্মার্টফোন নির্মানকারী প্রতিষ্ঠানগুলোও অ্যামোলেড পর্দার দিকে বেশী ঝুকছে।

অ্যামোলেড পর্দার গুণগত মান, স্বল্প শক্তি খরচ এবং উচ্চ রেজ্যুলেশন এর ব্যাপক প্রসারের জন্য দায়ী। তাই ধারণা করা হচ্ছে ২০১৯ সালেই হতে যাচ্ছে এলসিডি ডিসপ্লে যুগের ইতি । আর আগামী বছরগুলোতে রাজত্ব করবে স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে।
share on