উবারের লাইসেন্স আর নবায়ন হলো না লন্ডনে
Tuesday, November 26 2019yahoo
গ্রাহকদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক শঙ্কায় লন্ডনে স্থগিত করা হল সবচেয়ে বড় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের সেবা। গতকাল উবারের নিরাপত্তা বিষয়ক এক অমিমাংসিত আপিলের শুনানি শেষে উবারের লাইসেন্সের স্থগিতাদেশ দেন লন্ডনের আদালত।
Ad
ট্রান্সপোর্ট ফর লন্ডন নামক সংস্থার করা মামলার শুনানিতে বলা হয় যে উবারে অননুমোদিত ড্রাইভাররা গ্রাহকদের সেবা দিয়েছেন। অর্থাৎ উবার প্রোফাইলে ড্রাইভারদের নিজেদের ছবি এবং সেবা প্রদানকারী ব্যাক্তির ছবির মধ্যে মিল পাওয়া যায়নি। গ্রাহকদের প্রায় ১৪ হাজার ট্রিপে এমন সমস্যার কথা উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
তবে উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘’ আমরা প্রতিনিয়তই উবারে বিভিন্নরকমের আপডেট নিয়ে আসছি, ভবিষ্যতেও নতুন সংস্করণ আসবে।“ এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন উবারের এই কর্তাব্যাক্তি।
ইতিপূর্বে আরো একবার নিরাপত্তা শঙ্কায় উবারের লাইসেন্স স্থগিত করেছিলো যুক্তরাজ্য।
Ad