প্লে স্টোরের নিরাপত্তা নিয়ে গুগলের চুক্তি

Thursday, November 07 2019
গুগল
the verge


অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর ভান্ডার প্লে স্টোরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে এবার নিরাপত্তা কোম্পানীর সাথে চুক্তিতে যাচ্ছে গুগল। গতকাল এক ঘোষণায় গুগল এর পক্ষ থেকে বলা হয় প্লে স্টোরের জন্য ক্ষতিকারক অ্যাপ্লিকেশন খুজে বের করতে গুগলের এই উদ্যেগ।

গুগল এর মতে এন্ড্রয়েড ডিভাইসের জন্য নির্মিত গুগল প্লে স্টোর হতে পারে ব্যবহারকারীদের অপব্যবহারের উৎকৃষ্ট লক্ষ্য। ব্যাবহারকারীদের সংবেদনশীল ডেটা যেন লুকানো ম্যালওয়্যার, গোপন কোড কিংবা গুপ্তচরবৃত্তির শিকার না হয়, সেদিকে মনোনিবেশ করছে গুগল। ইতিপূর্বেও গুগল ডেভেলপারদের অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আপ্লোড করার জন্যে নিয়ম-নীতি এবং ভেরিফিকেশনের ব্যবস্থা চালু করেছিলো।

অ্যাপ ডিফেন্স এলায়েন্স নামে গুগলের এই চুক্তিটি হচ্ছে সাইবার নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান ইসেট, লুকআউট এবং জিমপেরিয়াম এর সাথে। নতুন এই চুক্তির আওতায় প্লে-স্টোরে আপ্লোড হতে যাওয়া নতুন এপ্লিকেশনের নিরাপত্তা নিশ্চিত হবে। বর্তমানে প্লে স্টোরে গুগল প্লে প্রোটেক্ট নামে একটি সার্ভিস চালু করা আছে যা অ্যাপ্লিকেশনের সকল স্বত্ব রক্ষায় কাজ করছে।
share on