টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ!
Sunday, November 03 2019Reuters
আগামী ২২শে নভেম্বর হতে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ হচ্ছে জনপ্রিয় মাইক্রোব্লগিং ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে।
Ad
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি গত সপ্তাহে এক ঘোষণায় বলেন, ”আমরা পুরো বিশ্বেই টুইটারে সবরকমের রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি”। ইতোপুর্বে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিভিন্ন দেশের রাজনৈতিক প্রচারনা ও নির্বাচনপূর্ব প্রচারণার জন্যে ব্যাপকভাবে টুইটার ব্যবহার করা হত।
ধারনা করা হচ্ছে, ভবিষ্যতে রাজনৈতিক ব্যাক্তিদের মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে ক্ষমতায় যাবার পথ হিসাবে টুইটার যেন ব্যাবহৃত না হয় সে উদ্দেশ্যেই টুইটারের এমন সিদ্ধান্ত। মিথ্যা তথ্যের প্রসার বন্ধে টুইটারের এমন সিদ্ধান্তের ঘোষনায় সাধুবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এর পক্ষ থেকে ই-মেইল বার্তা পাঠানো হয়েছে। তবে টুইটারের প্রতিদ্বন্দ্বী ফেসবুক এমন কোনো সিদ্ধান্তের কথা এখনো প্রকাশ করেনি।
টুইটার তার পূর্বের জনপ্রিয়তা হারালেও টুইটারের এমন সিধ্বান্ত যৌক্তিক এবং যথোপযুক্ত বলে মনে করেন সাধারণ নাগরিকরা ।
Ad