আইফোনে হোম বাটন না থাকায় হতাশ ট্রাম্প
Sunday, October 27 2019the verge
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলের নতুন আইফোনে চিরাচরিত হোম বাটন না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেন। তিনি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুককে উদ্দেশ্য করে বলেন, আইফোনে সোয়াইপ অপশনের চেয়ে বাটন থাকাটা অনেক ভালো ছিলো।
Ad
twitter
ট্রাম্পের এই টুইট নিয়ে ব্যাপক তোলপাড় চলছে অ্যাপল গ্রাহকদের মাঝে। কেউ কেউ বলছেন আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন এক্সএস, আইফোন এক্সআর কিংবা আইফোন ১১ এর কোনো সংস্করণ ব্যাবহার করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম সারির নতুন সংস্করণের কোনো আইফোনে হোম বাটন না থাকায় এ নিয়ে এমন মন্তব্য করেছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এই প্রেসিডেন্ট।
২০১৭ সালের মার্চে সর্বপ্রথম ট্রাম্পের এন্ড্রয়েড বাদ দিয়ে আইফোন ব্যাবহারের ব্যাপারটি সর্বপ্রথম জনসম্মুখে আসে। তবে এই প্রথম তিনি আইফোনের হোম বাটন নিয়ে নিজের খুশি হতে না পারার কথাটি ব্যাক্ত করেছেন।
Ad