৫জি পণ্যের প্রসারে কোয়ালকমের ২০০মিলিয়ন ডলারের তহবিল!
Saturday, October 26 2019ndtv
কোয়ালকম ইনকর্পোরেশন গত বৃহস্পতিবারে তাদের ২০০ মিলিয়ন ডলারের তহবিলের কথা সর্বপ্রথম প্রকাশ করে। তারা তাদের এই তহবিলের অর্থ ৫জি টেকনোলজি নিয়ে কাজ করা স্টার্টআপ কোম্পানীগুলোকে সরবরাহের ইচ্ছা পোষণ করেছে।
Ad
কোয়ালকম বর্তমানে ৫জি টেকনোলজির জন্যে উপযোগী চিপ প্রস্তুত করছে। তাদের এসব চিপ স্যামসাং এবং স্যান ডিয়েগোসহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানের নিকট সরবরাহ করা হয়। তবে এবার কোয়ালকম পরিকল্পনা করছে শিল্প ও কৃষিক্ষেত্রে ৫জি প্রযুক্তি নিয়ে কাজ করা কোম্পানীগুলোকে অর্থ দিয়ে সাহায্য করতে। সেলফ ড্রাইভিং কার ও ট্রাফিক লাইট নিয়ে কাজ করা স্টার্টআপ কোম্পানীগুলোর দিকে নজর কোয়ালকমের।
কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ মোলেনকফ বলেন,”৫জি শিল্প প্রতিষ্ঠানের ব্যাপক পরিবর্তন করবে এবং একে ব্যাবসায়িক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত।‘’
গত বছর এমন ১০০ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছিলো কোয়ালকম। তাদের এই তহবিলের দ্বারা উপকৃত হয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সযুক্ত স্মার্ট ক্যামেরা তৈরী করা হয়েছিলো। তবে কোয়ালকম এমন কোম্পানীগুলোকেই তাদের চিপ সরবরাহ করে যারা তার জন্যে উপযুক্ত।
Ad