ভারতে তৈরী আইফোন এখন বাজারে

Saturday, October 26 2019
আইফোন এক্সআর
apple


আমেরিকান প্রযুক্তি পণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাপল ভারতের বাজারে নিয়ে আসতে যাচ্ছে তাদের সর্বশেষ স্মার্টফোন আইফোন এক্সআর। এই স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এই আইফোনটি ‘মেইড ইন ইন্ডিয়া’ ট্যাগযুক্ত অ্যাপলের প্রথম ফোন। ৬৪ জিবি স্টোরেজের আইফোন এক্সআর এর দাম ভারতীয় মুদ্রায় ৪৯,৯০০ রুপি।

চুক্তিভিত্তিক প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন ভারতেই আইফোন এক্সআর হ্যান্ডসেটের এসেম্বেল করার কাজ পরিচালনা করছে। চুক্তিভিত্তিক এই কাজ পৃথিবীর ২য় সর্বোচ্চ স্মার্টফোন ব্যবসার কেন্দ্র ভারতে হবার কারনে আইফোনের প্রসার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্যামসাং এবং ওয়ান প্লাসের মত প্রিমিয়াম স্মার্টফোন নির্মানকারী প্রতিষ্ঠানকে টক্কর দিতেই অ্যাপলের এই পরিকল্পনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্মার্টফোন নির্মানকারী প্রতিষ্ঠানগুলো ভারতে তাদের কারখানা স্থাপনে যথেষ্ট আশাবাদী। তাই ভবিষ্যতে আইফোনসহ আরো উন্নত সংস্করণের অন্যান্য স্মার্টফোন ভারতে তৈরী হবে বলে ধারণা করা যাচ্ছে।
share on