আগামী বছর দশটি ৫জি ফোন নিয়ে আসবে শাওমি
Monday, October 21 2019Reuters
চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি কর্পোরেশন আগামী বছর নাগাদ অন্তত ১০টি ৫জি সুবিধা সম্বলিত স্মার্টফোন বাজারে নিয়ে আসবে। গতকাল চায়নার উজেন শহরে ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স এ ঘোষনা দেন শাওমির সিইও লেই জুন। শাওমির এই কর্তাব্যাক্তি এমন সময় ঘোষনাটি দিলেন যখন প্রতিষ্ঠানটি নিজ দেশেই প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ে টেকনোলজিস এর সাথে পাল্লা দিয়ে আগাচ্ছে। গতমাসে শাওমি চাইনিজ বাজারে নিয়ে এসেছে তাদের প্রথম ৫জি সম্বলিত ফোন শাওমি এমআই ৯ প্রো।
Ad
লেই এর মতে ফোনটির বিপুল চাহিদা তাদের আশা আকাঙ্খাকে ছাড়িয়ে গিয়েছে। এবং এই হ্যান্ডসেটটির সফলতা তাদেরকে আগামী বছরে ৫জি সম্বলিত উচ্চ, মধ্য এবং নিন্ম দামের আরো কিছু স্মার্টফোন বাজারে নিয়ে আসার জন্যে উদ্বুদ্ধ করেছে। তবে ৫জি সম্বলিত হ্যান্ডসেট বাজারে আসলে ৪জি সম্বলিত হ্যান্ডসেট বিক্রয় কমে যাবার আশঙ্কা থাকলেও তিনি ৫জি প্রযুক্তির দ্রুত প্রসার চান।
২০১৯ এর এখন পর্যন্ত প্রাপ্ত হিসাব মতে চাইনিজ স্মার্টফোন মার্কেটের ১১.৮ শতাংশ রয়েছে শাওমির দখলে। তবে দেশপ্রেমের খাতিরে চাইনিজ জনসাধারনের পছন্দের শীর্ষে রয়েছে হুয়াওয়ে। শেনজেন নির্ভর স্মার্টফোন নির্মানকারী প্রতিষ্ঠানটি আমেরিকা-চায়না উত্তেজনার সময় আমেরিকান মোবাইল পার্টস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দ্বারা নিগৃহীত হয়।
তবে তুলনামূলক নতুন প্রতিষ্ঠান হলেও ইউরোপে শাওমির সাফল্য উল্লেখযোগ্য। ২০১৯ এ এই অঞ্চলে তাদের শেয়ার বাজারের সূচক ৬.৫% থেকে বেড়ে ৯.৬% এ দাঁড়িয়েছে, যা এ অঞ্চলে শাওমিকে খুব দ্রুত বেড়ে ওঠা মোবাইল ব্র্যান্ড হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে।
Ad