দুই হাজার ডলারের গ্যালাক্সি ফোল্ড আসছে আগামীকাল

Thursday, September 05 2019
আগামীকাল থেকে দ. কোরিয়ার বাজারে গ্যালাক্সি ফোল্ড আনছে স্যামসাং!
Reuters


নিজেদের প্রথম ভাঁজ করা স্মার্টফোন 'গ্যালাক্সি ফোল্ড' ৫জি সংযোগসহ আগামীকাল থেকে দক্ষিণ কোরিয়ায় পাওয়া যাবে বলে জানিয়েছে, দ. কোরিয়ান স্মার্টফোন নির্মাতা কোম্পানি স্যামসাং!

গত ফেব্রুয়ারিতেই 'গ্যালাক্সি ফোল্ড' মডেলের ফোল্ডেবল স্মার্টফোনটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শন করেছিল স্যামসাং। এই ফোনটি অনেক আগেই বাজারে আসার কথা থাকলেও ডিসপ্লেতে ত্রুটি থাকার কারণে তা পিছিয়ে যায়।

গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোল্ডেবল স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২০০০ ডলার।

উল্লেখ্য, গ্যালাক্সি ফোল্ডের প্রাইমারি ডিসপ্লে থাকছে অ্যামোলেড ৭ দশমিক ৩ ইঞ্চি, আর সেকেন্ডারি ডিসপ্লে ৪ দশমিক ৬ ইঞ্চি। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ ন্যানোমিটার প্রযুক্তির অক্টাকোর এসওসি প্রসেসর, যাতে থাকছে ১২ জিবি র‍্যাম। এ ছাড়া ফোনটির পেছনে ১৬, ১২, ১২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং সামনে আরও একটি ১০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।
share on