ওয়াই-ফাই বাজারকে টার্গেট করেছে কোয়ালকম!

Thursday, August 29 2019
ওয়াই-ফাই বাজারকে টার্গেট করেছে কোয়ালকম!
Reuters


কোয়ালকম ইনকর্পোরেশন নতুন ওয়াই-ফাই প্রযুক্তি সংস্করণ 'ওয়াই-ফাই ৬' নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে। সেই সাথে আশাবাদ ব্যক্ত করেছে যে, এটি তাদের ৫জি চিপের বিক্রি বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

উল্লেখ্য, কোয়ালকম বর্তমানে মোবাইল ফোন চিপের সর্বাধিক সরবরাহকারী। তবে সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বব্যাপী ফোনের বাজার স্থিতিশীল হওয়ার কারণে তারা ব্যবসার ক্ষেত্র আরও প্রসারিত করতে চাইছে।

এদের ওয়াই-ফাই চিপগুলো, গুগল দ্বারা তৈরি "মেশ" ওয়াই-ফাই রাউটারগুলোর মতো ডিভাইসে পাওয়া যায় এবং পুরো বাড়িতে আরও ভালো কভারেজ সরবরাহ করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়। এ ছাড়াও, কোয়ালকম স্যামসাং ইলেক্ট্রনিক্সের মতো ফোন নির্মাতাদের সাথেও কাজ করছে, ফোনের জন্য পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস ডেটা নেটওয়ার্কগুলোর ৫জি চিপস আনতে।

নতুন সিরিজের ওয়াই-ফাই চিপ নিয়ে কোয়ালকম আশাবাদী। তারা ধারণা করছে যে, তাদের এই দুই দিকের ব্যবসা অর্থাৎ ওয়াই-ফাই ৬ চিপস ও ৫জি চিপ, ২০২২ সালের মধ্যে একত্রিত হয়ে যাবে এবং কোয়ালকম আরও শক্তিশালী অবস্থানে যেতে পারবে।
share on