ডোনাল্ড ট্রাম্প ও বরিস জনসনের আলোচনায় হুয়াওয়ে!

Tuesday, August 27 2019
জি-৭ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ও বরিস জনসনের হুয়াওয়ে নিয়ে আলোচনা!
Reuters


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন রোববার ফ্রান্সে জি-৭ শীর্ষক সম্মেলনের সময় দ্বিপাক্ষিক বৈঠকে হুয়াওয়ে এবং ৫জি প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে, হোয়াইট হাউস।

উল্লেখ্য, ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র হলো জি-৭ গোষ্ঠীর সদস্য।

এক বিবৃতিতে জানা গেছে, এই সম্মেলনে রাষ্ট্রপতি ট্রাম্প ও প্রধান মন্ত্রী জনসন বৈশ্বিক সুরক্ষা ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে উপসাগরে স্বাধানীভাবে নৌ চলাচলে ইরানের হুমকি, হংকংয়ের সমস্যা ও লিবিয়া-সাহেল অঞ্চলের অস্থিতিশীলতা নিয়ে। এ ছাড়াও তারা হুয়াওয়ে ও ৫জি প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
share on