আইফোনে আর থাকছে না স্যামসাং স্ক্রিন

Wednesday, August 21 2019
আইফোনে প্রথমবারের মতো চীনা ওএলইডি স্ক্রিন আসতে যাচ্ছে!
Snappa


আইফোনের জন্য প্রথমবারের মতো চীন থেকে অ্যাডভান্স ওএলইডি স্ক্রিন আনতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল! চাইনিজ ডিসপ্লে মেকার কোম্পানি বিওই টেকনোলজি কো. লিমিটেডের তৈরী অ্যাডভান্স ওএলইডি স্ক্রিন আইফোনের জন্য এপ্রুভ করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে তারা। কারণ অ্যাপল চাইছে যে, তাদের উৎপাদন খরচ এবং স্যামসাং ইলেক্ট্রনিক্সের উপর নির্ভরতা হ্রাস করতে! 

জানা গেছে, জৈবিক আলোক-নির্গত ডিসপ্লে (ওএলইডি) সরবরাহকারী হিসেবে বিওইকে গ্রহণ করবে কিনা, সেটার চূড়ান্ত সিদ্ধান্ত চলতি বছরের শেষের দিকে নেবে অ্যাপল! নিক্কিইর তথ্য অনুযায়ী, অ্যাপল বর্তমানে চীনের সিচুয়ান প্রদেশের শহর চেংদুতে বিওইর নমনীয় ওএলইডি ডিসপ্লে পরীক্ষা করছে। 

এই সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়, তা হলে প্রথমবারের মতো আইফোনে চীনা ওএলইডি স্ক্রিন দেখা যাবে! তবে অ্যাপল ও বিওই এখনো এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি!  
share on