আয়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারলো না শাওমি!
Wednesday, August 21 2019Wikipedia
চীনের বাজারে হুয়াওয়ের আধিপত্যের কারণে আয় কমেছে আরেক স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমির। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে শাওমি। গত এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি ৭.৩৬ বিলিয়ন ডলার বা ৭৩৬ কোটি ডলার আয় করেছে। যদিও আগের বছরের তুলনায় তাদের আয় ১৫ শতাংশ বেড়েছে, তবুও তা তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। কারণ প্রথম প্রান্তিকে শাওমির ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিলো। এ সংবাদের প্রেক্ষিতে শেয়ারবাজারে শাওমির দরপতন হয় প্রায় ৬ শতাংশ।
Ad
চীনের বাজারে হুয়াওয়ের মতো কোম্পানির সাথে কঠিন প্রতিদ্বন্দ্বিতার কারণে শাওমি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। ক্যানালিসের তথ্য অনুযায়ী, চীনে হুয়াওয়ের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ৩১ শতাংশ। অথচ গত বছর তাদের মার্কেট শেয়ার ছিলো ২৭ দশমিক ৪ শতাংশ। মূলত যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার কারণেই হয়তো হুয়াওয়ের মার্কেট শেয়ার বেড়েছে।
নিজেদের দেশে আয় কমলেও, আন্তর্জাতিক বাজারে প্রায় ৩৩ শতাংশ আয় বেড়েছে শাওমির। তাদের মোট আয়ের ৪০ শতাংশই আন্তর্জাতিক বাজার থেকে এসেছে। আইডিসির একটি প্রতিবেদন অনুযায়ী, টানা আটবারের মতো, এই প্রান্তিকেও ভারতীয় বাজারে সব থেকে বেশি স্মার্টফোন সরবরাহকারী নির্মাতা প্রতিষ্ঠান হয়েছে শাওমি!