যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ৯০ দিন সময় পেলো হুয়াওয়ে

Monday, August 19 2019
হুয়াওয়েকে আরও ৯০ দিনের সুযোগ দিলো যুক্তরাষ্ট্র!
Reuters


চীনা কোম্পানি হুয়াওয়েকে আমেরিকান সাপ্লাইয়ার থেকে প্রোডাক্ট জন্য আরও ৯০ দিন পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। গত মে মাসে নিষেধাজ্ঞার পর, হুয়াওয়েকে ৯০ দিনের জন্য এই সুযোগ দেওয়া হয়েছিল। হুয়াওয়ের জন্য সেই অস্থায়ী লাইসেন্সের সময় আরও ৯০ দিন বাড়িয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ।

মার্কিন বাণিজ্য বিভাগ থেকে জানানো হয়েছে, এখনো বিদ্যমান গ্রাহকদের জন্য হুয়াওয়েকে আমেরিকান সাপ্লাইয়ার কোম্পানিগুলো থেকে উপাদান কিনতে অনুমতি দেবে। অবশ্য তারা ইতোমধ্যে হুয়াওয়ের ৪০টিরও বেশি ইউনিটকে ইকোনোমিক ব্ল্যাকলিস্টে যুক্ত করেছে।

এর আগে গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সিতে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, 'আমি চীনের প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী নই। এর মূল কারণ জাতীয় নিরাপত্তা।'

এদিকে মার্কিন বাণিজ্য বিভাগের পক্ষ থেকে হুয়াওয়ের জন্য এই সময় বৃদ্ধির ঘোষণাটি দিয়েছেন, মার্কিন বাণিজ্য বিষয়ক সম্পাদক উইলবার রস। রস বলেছেন, 'যেহেতু  গ্রাহকদের (মার্কিন) আমরা হুয়াওয়ের পণ্যগুলি থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে যাচ্ছি, আমরা স্বীকার করছি যে, যেকোনো ধরনের সমস্যা প্রতিরোধে আমাদের আরও সময় প্রয়োজন!'

ওয়াশিংটনের বাণিজ্য আইনজীবী ডগ জ্যাকবসন এই বিষয়ে বলেছেন যে, 'হুয়াওয়ের জন্য এই সময় বৃদ্ধির অনুমোদন দেওয়া অবাক হওয়ার মতো কোনো বিষয় নয়! টেলিযোগাযোগ সরবরাহকারীদের সরঞ্জাম কেনার জন্য বিকল্প সরঞ্জাম সরবরাহকারীদের সন্ধান করতে সময় প্রয়োজন হয়!'

উল্লেখ্য য, ২০১৮ সালে উপাদান কেনার জন্য হুয়াওয়ের ব্যয় করা ৭০ বিলিয়ন ডলারের মধ্যে ১১ বিলিয়ন ডলারই গিয়েছিল মার্কিন সাপ্লাইয়ার কোম্পানিগুলোতে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পেছনে এটাও হয়তো অন্যতম কারণ!  
share on