হুয়াওয়ের 'মেট এক্স' আসবে আরও শক্তিশালী চিপ, ক্যামেরা নিয়ে!

Monday, August 19 2019
Huawei's Mate X
Mashable


হুয়াওয়ের প্রথম ভাঁজ করা স্মার্টফোন 'মেট এক্স' বাজারে আসার কথা ছিল গত জুন মাসে। কিন্তু পরবর্তীতে এই সময় পিছিয়ে সেপ্টেম্বর করা হয়। কয়েকদিন আগে সেই সময় আরও একবার পেছানো হয়েছে। 'মেট এক্স' এর জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে চলতি বছরের নভেম্বর পর্যন্ত। 

তবে নেওউইনের একটি প্রতিবেদন অনুযায়ী, হুয়াওয়ে মেট এক্স ডিভাইসটি পূর্ব ঘোষিত ডিজাইনের চেয়ে আলাদা হবে। এটিতে নতুন 'হুয়াওয়ে কিরিন ৯৯০' প্রসেসর ব্যবহার করা হবে। এ ছাড়া এই ফোনে হুয়াওয়ের পি৩০ প্রো মডেলে ব্যবহৃত ক্যামেরাও ব্যবহার করা হবে, যা অল্প আলোতে দারুণ ছবি ক্যাপচার করতে সক্ষম। এগুলো ছাড়া ফোনটি প্রায় পূর্ব ঘোষণার মতো থাকবে বলে ধারণা করা যাচ্ছে।

হুয়াওয়ের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন 'মেট এক্স' মূলত, দ্রুত গতির 5 G চিপ, 8 GB র‍্যাম, 512 GB স্টোরেজ এবং 4,500 mAh একটি ব্যাটারিসমেত বাজারে আসার কথা জানানো হয়েছিল। 

সেপ্টেম্বর ৩-৯ তারিখে অনুষ্ঠিতব্য আইএফএ ট্রেড শোতে হয়তো 'মেট এক্স' স্মার্টফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। 
share on