ফেসঅ্যাপ-এ রাশিয়ান সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ মার্কিন সিনেটরের
Thursday, July 18 2019credit : reuters
ছবিতে বয়সের তারতম্য ইফেক্টের জন্য ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা অ্যাপ্লিকেশন 'ফেসঅ্যাপ' নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর চাক্ শুমার। ছবিতে ফেসঅ্যাপ ইফেক্ট যুক্ত করতে হলে প্রথমে ছবিটিকে ফেসঅ্যাপের জন্য উন্মুক্ত করতে হয়। বিপুল সংখ্যক নাগরিকের ছবিসহ নাম ফেসঅ্যাপের দখলে চলে যাচ্ছে - এ অভিযোগে এফবিআই ও ফেডারেল ট্রেড কমিশনকে তদন্তের আহ্বান জানিয়েছেন শুমার।
Ad
credit : AP
রাশিয়ায় নির্মিত ফেসঅ্যাপ একটি অ্যাপলিকশন যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে ছবিতে বয়সের ইফেক্ট যুক্ত করে। সাম্প্রতিক সময়ে ফেসবুকের মাধ্যমে অ্যাপটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই অ্যাপটির মাধ্যমে বাংলাদেশেও বিপুল সংখ্যক ব্যবহারকারী নিজেদের ছবিতে অধিক বয়সের ছাপ ফুটিয়ে তুলতে পেরেছেন। তবে এ অ্যাপ ব্যবহারে গ্রাহকের গোপনিয়তা লঙ্ঘনের সম্ভবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না।
Ad