কোরিয়া বাংলাদেশে জ্বালানী ও আইসিটিখাতে সহযোগিতা করবে : প্রধানমন্ত্রী লি

Sunday, July 14 2019 দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি ন্যাক-ইয়ন বলেছেন, বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে তার দেশ এদেশে জ্বালানী, অবকাঠামো ও তথ্য প্রযুক্তি খাতে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।

রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড এসোসিয়েশন (কেআইটিএ) যৌথভাবে বিজনেস ফোরামের আয়োজন করে। ন্যাক-ইয়ন আশা প্রকাশ করে বলেন, কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম দু’দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহযোগিতা করবে।

কোরিয়া বাংলাদেশে জ্বালানী ও আইসিটিখাতে সহযোগিতা করবে : প্রধানমন্ত্রী লি


বাংলাদেশের পণ্য উৎপাদন বহুমূখীকরণের পরামর্শ দিয়ে তিনি বলেন,কেবলমাত্র তৈরি পোশাক ও শিপ বিল্ডিং এর নির্ভর না করে বাংলাদেশকে এখন রফতানি পণ্য বহুমূখীকরণের দিকে যেতে হবে। কোরিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যাতে বহুমূখী পণ্য উৎপাদন করতে পারে এজন্য তার দেশ এদেশে হাই-টেক পার্ক স্থাপনে সহযোগিতা করবে।’

তিনি জানান, দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়তা করতে কোরিয়া বাংলাদেশে অধিকসংখ্যক আইসিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং আইসিটি পেশীজীবিদের তার দেশে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। তিনি চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ দু’দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মাত্র এক প্রজন্মের ব্যবধানে কোরিয়া উন্নত দেশের তালিকায় উঠে এসেছে উল্লেখ করে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে কোরিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। তিনি বলেন,বাংলাদেশের যারা কোরিয়ায় কাজ করছেন তারা কেবল দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন তা নয়,এর সাথে কোরিয়া কিভাবে দ্রুততম সময়ে উন্নয়নের শীর্ষে গেছে সেটাও জানতে পারছে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে কোরিয়ান ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। [ বাসস ]
share on