বাজারে আসছে সনি এক্সপেরিয়া ১

Sunday, July 07 2019
সনি এক্সপেরিয়া ১
android authority


স্যামসাং হুয়াওয়ের মতো বিশ্বখ্যাত মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে নতুন পদক্ষেপ নিয়েছে সনি। এই দৌড়ে টিকে থাকতে সনির বেশ কিছু নতুন মোবাইলফোন বাজারে আসছে এই বছরই, জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার। এক্সপেরিয়া ১ নামের সদ্যঘোষিত ফোনটি এ উদ্যোগেরই অংশ। সনি এক্সপেরিয়া সিরিজের এক্সপেরিয়া ১, এক্সপেরিয়া ১০ এবং এক্সপেরিয়া ১০+ এর সাথে অন্য মোবাইলের ভিন্নতা এর লম্বা ডিসপ্লে। ৬.৫ ইঞ্চি দৈর্ঘ্যের, ২১:৯ অনুপাতের লম্বা স্ক্রীনের সাথে রয়েছে উচ্চ মানের হার্ডওয়্যারসহ দারুন অডিও সাউন্ড, যা এর কর্মদক্ষতাকে বাড়িয়ে দেয় কয়েক গুন।

১৭৮ গ্রামের এই ফোনে রয়েছে নজরকাড়া ডিজাইন যা একে দিয়েছে নতুন মাত্রা। মোবাইল বিশ্লেষকদের দাবি আকর্ষনীয় ও নজরকাড়া এসব ফিচারের কারনে এবার সনিকে দূরে সরানো যাবেনা। দুপাশে গরিলা গ্লাস ৬ ও অ্যালুমিনিয়ামের বডি থাকছে এই ফোনে। এতে নতুন সংযোজন এর পাশে ক্যামেরার জন্য আলাদাভাবে বাটন যুক্ত যা অন্য ফোনে থাকছেনা। এর স্ক্রীন লক/পাওয়ার বাটন ছোট হলেও দারুনভাবে কাজ করে এটি, কারণ এর লোকেশন নিখুঁত। এর ফ্রেমের ডান পাশে রয়েছে ফিঙারপ্রিন্ট সেন্সর যা সহজেই আমাদের বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করতে পারে। সর্বোপরি এর হার্ডওয়্যারের নিখুঁত কাজ ও কর্মদক্ষতা মডেলটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। এছাড়াও এর আইপি রেটিংও আইপি ৬৮ যার মানে ১.৫ মিটার বা ৫ ফুট গভীর পানিতে ৩০ মিনিট পর্যন্ত সুরক্ষা দিবে এই মোবাইলটিকে৷ উন্নত প্রযুক্তির ২.৮ গিগাহার্জ ক্ষমতাসম্পন্ন প্রসেসর স্নাপড্রাগন ৮৫৫ এর এক নতুন গতির সাথে রয়েছে ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট রম। ফোরকে আল্ট্রা এইচডি ডিসপ্লে এর এই মোবাইলে ৩৩৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারী ও স্ট্যামিনা মোড দীর্ঘক্ষন সচল রাখতে সহায়তা করবে। ফোনটির ১২ মেগাপিক্সেল এর তিনটি ক্যামেরা ওয়াইড এঙেল, স্টান্ডার্ড আর টেলিফটো মোড আর ফোরকে ভিডিও, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা একে দিয়েছে পুরোপুরি পূর্ণতা। অ্যান্ড্রয়েড ভার্সন ৯ এর এই মোবাইলটির জন্য আপনাকে গুনতে হবে আনুমানিক ৮০,০০০ টাকা।
share on