ভাঁজ করা আইপ্যাড নিয়ে আসছে অ্যাপল
Saturday, July 06 2019gsmarena
ভাঁজ করা যায় এমন ডিভাইস প্রস্তুতকারকের তালিকায় নিজেদের নাম লেখাতে যাচ্ছে আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ভাঁজ করা যায় এমন ট্যাবলেট- সারফেস নিয়ে আসার ঘোষণা পূর্বেই দিয়েছিলো মাইক্রোসফট। তারও পূর্বে ভাঁজ করা ফোন নিয়ে হাজির হয়েছিলো স্যামসাং। কিন্তু ডিসপ্লের কিছু ত্রুটির জন্য তা বাজারে নিয়ে আসা বিলম্বিত হচ্ছে।
Ad
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সহজেই ভাঁজ করা যায় এমন ফ্লেক্সিবল ডিসপ্লে তৈরীর কাজ করে যাচ্ছেন অ্যাপলের গবেষকরা। মূলত অ্যাপলের গবেষণাগারে ১১ইঞ্চি এবং ১৫ইঞ্চির পর্দা নিয়ে কাজ চলছে যার প্রধান উদ্দেশ্য ভাঁজ করা যায় এমন ডিভাইস তৈরী করা। ধারণা করা হচ্ছে এই বছরের শেষদিকে বা আগামী বছরের শুরুতেই বাজারে এমন ভাঁজ করা পর্দার আইপ্যাড নিয়ে হাজির হবে অ্যাপল।
ভাঁজ করা ফোনের পাশাপাশি অ্যাপল তাদের ডিভাইসগুলোর জন্য ৫জি প্রযুক্তি ব্যাবহার করা যায় এমন উচ্চক্ষমতা সম্পন্ন প্রসেসর নিয়েও কাজ করছে। উল্লেখ্য, অ্যাপলের এখন পর্যন্ত বাজারে আসা কোনো স্মার্টফোনে ৫জি প্রযুক্তি ব্যবহারের সুবিধা নেই।