বিশ্বব্যাপী ডাউন ছিলো গুগল ক্যালেন্ডার
Wednesday, June 19 2019Reuters
চলতি সপ্তাহে গুগলের ক্যালেন্ডার অ্যাপে বিঘ্ন দেখা দেয়। বিশ্বব্যাপী এই সমস্যার সম্মুখীন হয়েছে গুগল। অ্যালফাবেট ইনকর্পরেটের কর্মচারীরা মঙ্গলবার বিকেলে তাদের গুগল অ্যাপ ব্যবহার করতে গিয়ে সর্বপ্রথম এই সমস্যার কথা জানায়। পরে খবর আসে বিশ্বব্যাপী গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে পারছে না কেউ। রয়টার্সের ভাষ্যমতে, বিশ্বব্যাপী প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে অ্যাপটি।
Ad
পরবর্তীতে এক টুইটার বার্তার মাধ্যমে গুগল জানায়, এই বিষয়টি সম্পর্কে অবগত আছে তারা এবং খুব দ্রুত সমাধানের জন্য কাজ করছে। এসময় ব্যবহারকারীদের ধৈর্য্য ধারন করার আহবান জানায় গুগল।
এছাড়া ডাউনডিটেক্টর ডট কমের ভাষ্যমতে, ঐদিন সকাল থেকেই অনেক ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হচ্ছিল। তারা যখনই এই অ্যাপে প্রবেশ করতে চাচ্ছিল তাদের পর্দায় ভেসে উঠছিল এরর ৪০৪ বা নট ফাউন্ড। তবে ভালো খবর এই যে , শুধু মাত্র গুগল ক্যালেন্ডারই এই সমস্যার মুখে পড়েছে । এছাড়া গুগলের অন্য কোনো অ্যাপে কোন রকমের সমস্যা দেখা যায় নি।