হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ অর্ধেকে নেমে আসবে: ব্লুমবার্গ

Tuesday, June 18 2019
হুয়াওয়ে
Reuters


ব্লুমবার্গের এক জরিপ অনুসারে, এই বছরে হুয়াওয়ের আন্তর্জাতিক সরবরাহ কমে যেতে পারে ৪০ থেকে ৬০ শতাংশ। চীনা প্রযুক্তি কোম্পানিটি বর্তমান বাজারে দ্বিতীয় সর্বোচ্চ স্মার্টফোন নির্মানকারী প্রতিষ্ঠান। এই জরিপটি মূলত আন্তর্জাতিকভাবে রপ্তানিকৃত স্মার্টফোনের উপর করা হয়েছে। আর এজন্য উদাহরন হিসেবে অনর ২০ এর কথা বলা হচ্ছে। নতুন এই ডিভাইসটি জুনের ২১ তারিখ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি শুরু হওয়ার কথা। বিশ্লেষকরা ডিভাইসটির বিক্রির উপর লক্ষ্য রাখবেন এবং যদি দেখা যায় যে বিক্রয় কম হচ্ছে তবে তারা ডিভাইসটির শিপমেন্ট বাতিল করে দিবে বলে জানা গিয়েছে। কোম্পানিটিও আশংকা করছে, আন্তর্জাতিক বাজারে এবছর তাদের প্রায় ৪ থেকে ৬ কোটি ইউনিট স্মার্টফোন কম রপ্তানি হতে পারে।

তবে এই অবস্থা কাটিয়ে উঠতে কোম্পানিটি চীনের প্রায় অর্ধেক স্মার্টফোনের বাজার দখল করে নিবে বলে রয়টার্স জানিয়েছে। এছাড়াও হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেনফেগি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা তার কোম্পানির অগ্রগতিকে কেবল মাত্র একটু বিলম্ব করতে পারবে। এছাড়া তাদের উপর আর কোনো প্রকার প্রভাব ফেলবে না।
share on