ডিসপ্লের বাজারে স্যামসাং-ই সেরা

Tuesday, June 18 2019
স্যামসাং
sam mobile


বাজারে সর্বাধিক ব্যবহৃত ডিসপ্লে হিসেবে স্বীকৃতি পেয়েছে স্যামসাং। আইএইচএস মার্কইট এর তথ্য অনুসারে, এই বছরের প্রথম তিনমাসে গ্লোবাল স্মার্টফোন ডিসপ্লে ভেন্ডরদের মধ্যে স্যামসাং ই সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছে।

২০১৯ সালের মার্চ মাসের শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্যামসাং ৩.৪ বিলিয়ন ডলার সমমূল্যের ডিসপ্লে শিপমেন্ট সম্পন্ন করেছে। যা বাজারে সর‌বরাহকৃত মোট ডিসপ্লের ৪০ শতাংশেরও বেশী। আর উচ্চমূল্যের ওএলইডি ডিসপ্লের ক্ষেত্রে স্যামসাংয়ের অবস্থান পুরোপুরি একচেটিয়া। বাজারের প্রায় ৮০ শতাংশ ওএলইডি ডিসপ্লে সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়ান এই কনগ্লোমারেট।

বছরের প্রথম প্রান্তিকের(জানুয়ারী-মার্চ) ফলাফল থেকে দেখা যায়, বিগত বছরের একই সময়ের সরবরাহের চেয়ে প্রায় সাড়ে ছয় শতাংশ পিছিয়ে রয়েছে স্যামসাং। তবে তারপরেও প্রতিষ্ঠানটি গত ৮ মাস ধরে বাজারের প্রায় ৪০ শতাংশ শেয়ার ধরে রাখতে সক্ষম হয়েছে। এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীরা কেউ এর ধারে কাছেও নেই। দ্বিতীয় অবস্থানে থাকা জাপান ডিসপ্লের মার্কেট শেয়ার মাত্র ১২.৩ শতাংশ ও চীনের বিওই এর মার্কেট শেয়ার মাত্র ১১.৯ শতাংশ।
share on