হংমেং অপারেটিং সিস্টেমের ট্রেডমার্ক করতে যাচ্ছে হুয়াওয়ে
Saturday, June 15 2019yahoo
হুয়াওয়ে গতমাসে ট্রাম্প সরকার দ্বারা কালো তালিকা ভুক্ত হয়। এর ফলে একে একে সকল মার্কিন কোম্পানি হুয়াওয়ের সাথে তাদের ব্যবসা বন্ধ করে দিতে শুরু করে। আর ঠিক তখন থেকেই হুয়াওয়েও তাদের নতুন অপারেটিং সিস্টেম বাজারে নিয়ে আসার কথা ঘোষণা দিয়েছিল। আর এখন ইউনাইটেড নেশানস ওয়ার্ল্ড ইন্টেল্যাকচুয়াল প্রোপার্টি অরগানাইজেশনের (ডাব্লিউ আই পি ও) থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, হুয়াওয়ে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য বড় বড় দেশে হংমেং ট্রেডমার্ক লাইসেন্সের জন্য আবেদন করছে । হংমেং অপারেটিং সিস্টেমকে বিভিন্ন দেশে ট্রেডমার্ক অপারেটিং সিস্টেম হিসেবে অবমুক্ত করতে চায় কোম্পানিটি। কানাডা, কম্বোডিয়া, দক্ষিন কোরিয়া এবং নিউজিল্যান্ডে হুয়াওয়ে এই বিষয়ে আবেদন করেছে বলে জানা গিয়েছে। এছাড়াও সম্প্রতি মে মাসের ২৭ তারিখ কোম্পানিটি পেরু সরকারের কাছেও ট্রেডমার্ক লাইসেন্সের জন্য একটি আবেদন পত্র জমা দিয়েছে বলে খবর এসেছে।
Ad
নিষিদ্ধ হওয়ার পর হুয়াওয়ের সিইও রিচার্ড উ জানান, তাদের কাছে যুক্তরাষ্ট্রের বিকল্প আছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। হুয়াওয়ে তাদের এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার একটি উপযুক্ত জবাব দিবে বলে ধারণা করছেন গবেষকরা । এটা স্পষ্টই ধারণা করা যাচ্ছে এই অপারেটিং সিস্টেম নিয়ে হুয়াওয়ের অনেক পরিকল্পনা রয়েছে। আর ট্রেডমার্ক লাইসেন্স পেলে স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ , রোবট ও অন্যান্য গ্যাজেটসমূহের জন্য যে কেউ হুয়াওয়ের এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে। যদিও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মানকারী প্রতিষ্ঠানটি এখনও তাদের এই অপারেটিং সিস্টেম নিয়ে কিছুই জানায় নি। এবং তারা এখনই কোনো প্রকার মন্তব্য করতেও রাজি হয় নি।