যে তথ্যের জন্য আপনাকে পয়সা দেবে ফেসবুক!

Wednesday, June 12 2019
ফেসবুক
android authority


ফেসবুক নিয়ে এসেছে 'স্টাডি ফ্রম ফেসবুক' নামে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন। ফেসবুক ব্যাবহারকারীদের তথ্য ও উপাত্ত নিয়ে গবেষণাকার্যের জন্য তৈরী করা হয়েছে এই অ্যাপ্লিকেশন। এটি আপনার স্মার্টফোনের অন্যান্য অ্যাপ্লিকেশন, তাদের ব্যাবহারকৃত সময় এবং প্রতিটি অ্যাপ্লিকেশনে আপনার সম্পাদিত কাজের তথ্য সংগ্রহ করবে। এছাড়াও আপনার অবস্থান, নেটওয়ার্ক ব্যাবস্থা এবং ডিভাইসের তথ্যাদি অনবরত ফেসবুক কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিবে এই অ্যাপ্লিকেশন। আর এসব তথ্য সরবরাহের বিনিময়ে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে মাসে ১৬০০ টাকা পর্যন্ত দিতে পারে।

স্টাডি ফ্রম ফেসবুক
android authority


গুগল প্লে স্টোর থেকে স্টাডি ফ্রম ফেসবুক ডাউনলোড করে নিতে পারেন এখনি। ফেসবুকে নতুন ফিচার যোগ করে প্রতিনিয়ত নতুন সংস্করণ নিয়ে আসার জন্য এবং তাদের ব্যাবহারকারীদের উপর গবেষণা বাড়াতেই এই উদ্যোগ। তবে এই এপ্লিকেশন ব্যাবহার করে ফেসবুক থেকে প্রদত্ত অর্থ সংগ্রহ করতে আপনার প্রয়োজন হবে একটি ভেরিফাইড পেপাল একাউন্ট, এনডিএ সাইনিং এবং কিছু ভেরিফিকেশন। আপাতত ফেসবুক এই কার্যক্রমে যুক্ত করছে যুক্তরাষ্ট্র এবং ভারতের ১৮ বছর এবং তার অধিক বয়সী ব্যাক্তিদের। তবে ফেসবুক কতৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে তাদের পরিকল্পনা পৃথিবীর সব দেশেই এই কার্যক্রম উন্মুক্ত করে দেওয়ার। এই কার্যক্রম যথাযথভাবে চালু করতে পারলে ফেসবুকের ভবিষ্যত সংস্করণসহ ফিচার আপডেট ও তা নিয়ে কাজ করা সহজতর হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ফেসবুক কতৃপক্ষ তাদের ব্যাবহারকারীদের ব্যাক্তিগত তথ্য, আইডি, পাসওয়ার্ড, ডিজিটাল কনটেন্ট ইত্যাদি অন্যত্র বিক্রয় না করার প্রতিশ্রুতি জানিয়ে স্টাডি ফ্রম ফেসবুক এপ্লিকেশনটি নিয়ে এসেছে।

share on