হুয়াওয়ে ফোনে থাকছে না ফেসবুক

Sunday, June 09 2019
হুয়াওয়ে
Reuters


নতুন হুয়াওয়ে ফোনে আর প্রি ইন্সটল সার্ভিস হিসেবে থাকবে না ফেসবুক, খবর রয়টার্সের। চায়নিজ কোম্পানিটি ইতিমধ্যে মার্কিন সরকারের নিষেধাজ্ঞার দরুণ একের পর এক মার্কিন কোম্পানির অংশীদারিত্ব থেকে দূরে সরে যাচ্ছে।

ফেসবুকের ভাষ্যমতে, যেসব গ্রাহক ইতিমধ্যে হুয়াওয়ে ফোন ব্যবহার করছেন, তারা নিয়মিত অ্যাপ ব্যবহার ও আপডেট পাবেন। শুধুমাত্র নতুন ফোনগুলো আর ফেসবুক, হোয়াটস অ্যাপ বা ইন্সটাগ্রাম প্রি ইন্সটলড পাবে না। ফেসবুকের এই ঘোষণা হুয়াওয়ের ফোন বিক্রির উপর কিছুটা হলেও প্রভাব ফেলবে।

তবে গ্রাহকেরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন। এর আগে গুগল তাদের পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণগুলো হুয়াওয়ে ফোনে না দেওয়ার কথা জানালেও মার্কিন সরকার এ বিষয়ে কিছুটা নমনীয় হওয়ায় তারা আবার অ্যান্ড্রয়েড আপডেট সরবরাহ করছে। এ থেকে হুয়াওয়ে আশা করছে শিগগির এ বিষয়ের সুরাহা হবে এবং তারা মার্কিন সরকারের অবস্থানের বিরুদ্ধে আইনী লড়াই চালাবে। তবে রয়টার্স ইউরোপ ও এশিয়ার অনেক গ্রাহকের জরিপ চালিয়ে দেখেছে যে, এই অচলাবস্থায় গ্রাহক হুয়াওয়ে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
share on