অ্যাপলের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুয়াওয়ে প্রতিষ্ঠাতা

Tuesday, May 28 2019
হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেনফেগি ব্লুমবার্গ
Reuters


হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেনফেগি ব্লুমবার্গ কে দেওয়া এক সাক্ষাতকারে বলেন , যদি চীন অ্যাপেলের উপর হস্তক্ষেপ করে তাহলে তিনি সর্বপ্রথম এর বিরুদ্ধে দাঁড়াবেন। তিনি বলেন, চীন যদিও অ্যাপলের উপর প্রতিশোধ নিবে না তবে যদি কখনো চীন এমন কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তিনি এর বিরুদ্ধে অবস্থান নিবেন। তিনি আরো জানান মার্কিন সরকারের এই নিষেধাজ্ঞা কাটিয়ে তুলতে তার কোম্পানি সচেষ্ট । তারা আগামী দুইবছরের মধ্যেই হুয়াওয়েকে তাদের সকল প্রতিযোগীদের থেকে উপরে নিয়ে যাবেন এবং মার্কিন সরকারের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠবেন। তিনি আরো বলেন কোম্পানিটি বাজারে এগিয়ে থাকার জন্য সকল বিকল্প পথ নিয়ে কাজ করবে। হয়ত তারা চিপ উৎপাদন বাড়িয়ে দিবে অথবা ৫জি নিয়ে কাজ করবে, তবে তারা বাজারে তাদের অবস্থান ধরে রাখবে।

উল্লেখ্য, চীন হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞার প্রতিশোধ নিবে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে, অ্যাপলের উপর চীনের একই ধরণের নিষেধাজ্ঞা আরোপের সম্ভবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
share on