পাঁচ হাজারের মধ্যেই ফোরজি স্মার্টফোন

Sunday, May 26 2019
ম্যাক্সিমাস ডি৭ হ্যান্ডসেট
mobilemaya


মাত্র ৫ হাজার টাকার মধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় সব ফোরজি স্মার্টফোন। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফোনী, ম্যাক্সিমাস, লাভা এবং ওয়ালটন বাংলাদেশের বাজারে বাজারজাত করেছে এসব ৪র্থ প্রজন্মের নেটওয়ার্ক সুবিধা সম্বলিত স্মার্টফোন। দেশে বর্তমানে পাওয়া যাচ্ছে এমন ফোরজি স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে কম মূল্যে পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাস ডি৭ হ্যান্ডসেটটি। যার বাজার মূল্য মাত্র ৩৪৯৯ টাকা। এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৪ ইঞ্চি এলইডি প্যানেল, এন্ড্রয়েড ৮.১ সংস্করণ, ১ গিগাবাইট র‍্যাম এবং ৮ গিগাবাইট রম - যা আপনি মাইক্রো এসডি কার্ড দিয়ে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়াতে পারবেন। আধুনিক স্মার্টফোনের মোটামুটি সব ফাংশনই রয়েছে স্বল্পমূল্যের এই হ্যান্ডসেটটিতে। যারা সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ক্রয়ের ব্যাপারে আগ্রহী, তাঁদের জন্য এর চেয়ে কম মূল্যে ফোরজি ফোন মিলবে না একথা বলাই বাহূল্য।

তবে এই বাজেটের মধ্যে আরো ভালো কিছু স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে। যেমনঃ ম্যাক্সিমাস পি৭(৪৬৯৯ টাকা), ম্যাক্সিমাস পি৭ প্লাস(৪৯০০ টাকা) এবং ওয়ালটন প্রিমো ইএফ৮(৪৬৯৯ টাকা)। এই হ্যান্ডসেটগুলোর সাথে আবার থাকছে আকর্ষনীয় মূল্য ছাড়, বোনাস ইন্টারনেট ডাটা অফার এবং বিভিন্ন উপহার সামগ্রী। বাজেটের মধ্যে অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মত প্রায় সব ফিচারই রয়েছে এসব হ্যান্ডসেটগুলোতে।

কাজেই ঈদের আগেই একটি সাশ্রয়ী ফোরজি ফোন কিনে উপভোগ করুন দ্রুতগতির ইন্টারনেটের এক নতুন দুনিয়া।
share on