ওয়ানপ্লাসের নতুন ফোনকে 'শুভেচ্ছা' জানিয়েছে রেডমি

Wednesday, May 15 2019 গতকাল রেডমি তাদের নতুন ফ্ল্যাগশীপের নামকরণ করেছে এবং এটি শীঘ্রই ভারতের বাজারে আসবে বলে জানিয়েছে। আত্নস্বীকৃত ফ্ল্যাগশীপ কিলার ২.০ তে থাকবে সবচেয়ে কম খরচে স্ন্যাপড্রাগন ৮৫৫ ও ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। কোম্পানিটি ইতিমধ্যে এর নাম দিয়েছে “ডেমন কিং”।

twitter screenshot
gsmarena


এদিকে রেডমি ব্র্যান্ডের পেছনের কোম্পানি শাওমির ভিপি মানু জৈন ওয়ান প্লাস ৭ প্রো ফোনকে স্বাগত জানান, এবং ইঙ্গিত দেন যে শীগ্রই রেডমি এর জায়গা দখল করতে যাচ্ছে। ২০১৪ সাল থেকে ওয়ান প্লাস মোবাইল প্রস্তুত করে যাচ্ছে, সাথে তাদের ফোনের দামও বেড়ে চলছে। সর্বশেষ ওয়ান প্লাস ৭ প্রো এর দাম ধরা হচ্ছে ৬৭০ ডলার। অন্যদিকে রেডমি সাম্প্রতিক সময়ে মধ্য শ্রেণির গ্রাহকের কথা মাথায় নিয়ে সর্বনিম্ন মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির মোবাইল তৈরীর চেষ্টা করে যাচ্ছে।
share on