বাজার কাঁপাবে ৬৪ মেগাপিক্সেলের স্যামসাং ফোন
Thursday, May 09 2019the verge
স্যামসাং মোবাইল ফোনের জন্য বাজারে চলমান যেকোন ইমেজ সেন্সরের চেয়ে শক্তিশালী একটি নতুন ইমেজ প্রসেসিং সেন্সর তৈরীর ঘোষণা দিয়েছে। ISOCELL Bright GW1 নামের সেন্সরটিতে প্রতি পিক্সেলের আকার মাত্র ০.৮ ন্যানোমিটার। অপেক্ষাকৃত ক্ষুদ্র পিক্সেল আকৃতির ফলে এই সেন্সর দিয়ে অধিক সুক্ষ্ম ছবি তোলা যায় যার আকার এমনকি ৬৪ মেগাপিক্সেল পর্যন্ত হতে পারে।
Ad
সেন্সরটি চারটি ১৬ মেগাপিক্সেলের ছবিকে এক করে উপস্থাপন করবে, যেভাবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায় চারটি ১২ মেগাপিক্সেলের ছবি এক হয়ে কাজ করে। নতুন প্রসেসরটি স্বাভাবিক আলোতে ভালো কালার ফিল্টার করতে সক্ষম। সনির IMX586 ৪৮ মেগাপিক্সেলের সেন্সরে একই সক্ষমতা ছিল, এবার স্যামসাংও একই ধরনের একটি ৪৮ মেগাপিক্সেল সেন্সর আনবে।
বর্তমানে স্যামসাং, হুয়াওয়ে, অপ্পো, ভিভো, শাওমি ও অন্যান্য কোম্পানিগুলোও ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সম্বলিত মোবাইল বের করেছে। স্যামসাং আশা করছে, বছরের শেষ ভাগে এসে ৬৪ মেগাপিক্সেল বিশিষ্ট মোবাইল নিয়ে আসতে পারলে তা দারুণ সাড়া ফেলবে।